একনজরে গোপালপুর:
উপজেলার নামকরণ: টাংগাইল জেলার উত্তরে অবস্থিত একটি উপজেলার নাম গোপালপুর। এটি ১৯২০ সালে গোপালপুর থানা হিসাবে গঠিত হয় এবং থানাকে উপজেলায় রুপান্তরিত করা হয় ১৯৮৩ সালে। গোপালপুর নামকরণ নিয়ে দু-ধরনের মতামতের উল্লেখ আছে। প্রথমত, মুঘল শাসনামলে গোপাল শাহ নামে এক আফগান দরবেশ এখানে এসে আস্তানা গড়ে তোলে। এ গোপাল শাহের নামানুসারে নাম হয় গোপালপুর। অপর দিকে ১৯০৪ সালে গোপালপুর হিন্দু অধ্যুষিত জনপদ ছিল এবং এ স্থানটিতে গোপাল চক্রবর্তী নামে এক লোক নাটোরের রাজার কাছ থেকে পত্তন আনেন এবং বসতি স্থাপন করেন । তার নামানুসারে এ স্থানের নাম হয়েছে গোপালপুর।
সীমানা: গোপালপুর উপজেলার আয়তন ১৯৩.৩৭ বর্গ কি: মি:। অবস্থান ২৪°২৯'' থেকে ২৪°৪১'' উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪৫'' থেকে ৯০°০০'' দ্রাঘিমাংশ সীমানা। গোপালপুর উপজেলার উত্তরে সরিষাবাড়ী উপজেলা, ধনবাড়ী উপজেলা, পুর্বে মধুপুর উপজেলা, ঘাটাইল উপজেলা, দক্ষিনে ভুয়াপুর উপজেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীর দ্বারা বেষ্টিত।
জনসংখ্যা: পুরুষ ২৭৪২৭৩ জন, মহিলা ১৩৮৮৮৪ জন । এর মধ্যে মুসলিম ২৬৩২৮২ জন, হিন্দু ১০৯৩৮ জন, বৌদ্ধ ২৭ জন এবং অন্যান্য ২৬ জন।
মোট ভোটার সংখ্যা: গোপালপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা-১ লক্ষ ৯৫ হাজার ১৪৩ জন । এর মধ্যে ৯৭ হাজার তিনশত ৪ জন পুরুষ এবং ৯৭ হাজার ৮ শত ৩১ জন নারী ভোটার রয়েছে ।
গ্রাম: গোপালপুর উপজেলার মোট গ্রামের সংখ্যা হলো-১৫৫ টি ।
মৌজা: গোপালপুর উপজেলার মোট মৌজার সংখ্যা-১২৯ টি ।
পৌরসভা: গোপালপুর উপজেলায় একটি দ্বিতীয় শ্রেনীর পৌরসভা রয়েছে, যার নাম গোপালপুর পৌরসভা।
ইউনিয়ন: গোপালপুর উপজেলায় মোট -৭ টি ইউনিয়ন:
১। আলমনগর।
২। হেমনগর।
৩। মির্জাপুর।
৪। ঝাওয়াইল।
৫। হাদিরা।
৬। নগদাশিমলা এবং
৭। ধোপাকান্দি।
ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী:
ক্র: নং |
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নাম |
|
রায় বাগদী৭৬১ জন ঝাওয়াইল ও হাদিরা ইউনিয়ন |
|
মনিঋষি ১৮৬ জন নগদাশিমলা ইউনিয়ন |
|
রহিদাস, ৩১৭ জন আলমনগর ইউনিয়ন |
|
রবি দাস ২৫৭ জন ধোপাকান্দি, মির্জাপুর ইউনিয়ন এবং গোপালপুর পৌরসভা । |
যুব উন্নয়ন কার্যালয় প্রোফাইল | ||
নাম | উপজেলা যুব উন্নয়ন কার্যালয় | |
গোপালপুর, টাঙ্গাইল | ||
প্রধান কর্মকর্তা | মোহাম্মদ ইসমাইল | |
ওয়েব সাইট |
http://youth.gopalpur.tangail.gov.bd | |
ই-মেইল |
uydogopalpur@gmail.com |
|
যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশন |
বাংলাদেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুবসমাজ। |
|
যুব উন্নয়ন অধিদপ্তরের মিশন |
জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস