১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা (প্রাতিষ্ঠানিক)
১। গবাদিপশু, হাঁস -মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক
২। মৎস্য চাষ
৩। পোষাক তৈরী
৪। ব্লক বাটিক ও মর্ডান অফিস ম্যানেজমেন্ট এ- এপ্লিকেশন, কম্পিউটার, ইলেকট্রনিক্্র, রিফ্রিজারেশন এ- এয়ারকন্ডিশন, ইলেকট্রিক্যাল এ- হাউজওয়ারিং।
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা (প্রাতিষ্ঠানিক)
১। গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন |
২। গরু মোটাতাজাকরণ |
৩। ছাগল/ভেড়া পালন |
৪। পারিবারিক হাঁস-মুরগী পালন |
৫। মৎস্য চাষ |
৬। কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ |
৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক |
৮। পোশাক তৈরী/ব্লকবাটিক প্রিন্ট্রিং |
৯। কম্বল তৈরী |
১০। স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন প্রশিক্ষণ |
৩। যুব ঋণ সংক্রান্ত সেবা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস