Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

গোপালপুর, টাঙ্গাইল।

দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ (সিটিজেন চার্টার) প্রণয়

 

১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা (প্রাতিষ্ঠানিক)

ক্রঃনং

সেবা গ্রহিতা

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা  ও বয়স

কোর্স ফি/ ভর্তি ফি

কোর্সের ধরন ও ভাতার পরিমাণ

সেবার স্থল

তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার  পদবী ও টেলিফোন নম্বর

প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা

১। গবাদিপশু, হাঁস -মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক

২ মাস ১৫ দিন

জুলাই-অক্টোঃ জানুয়ারী ও এপ্রিল

৬০ জন

৮ম শ্রেণী

১০০/

আবাসিক মাসিক ১২০০/- টাকা ভাতা প্রদান করা হয়।

যুব প্রশিক্ষণ কেন্দ্র, টাঙ্গাইল

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫          

 

প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা

২। মৎস্য চাষ

১ মাস           

প্রতি  মাস      

২০ জন

১৮-৩৫ বৎসর

৫০/

অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫          

 

প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা

৩। পোষাক তৈরী

3 মাস

জানু-মার্চ

এপ্রিল-জুন

জুলাই-সেপ্টেঃ

৪০ জন

৮ম শ্রেণী

৫০/

অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫          

 

প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা

৪। ব্লক বাটিক ও মর্ডান অফিস ম্যানেজমেন্ট এ- এপ্লিকেশন, কম্পিউটার, ইলেকট্রনিক্্র, রিফ্রিজারেশন এ- এয়ারকন্ডিশন,  ইলেকট্রিক্যাল এ- হাউজওয়ারিং

 

৪ মাস ৬ মাস

জানু-মার্চ

এপ্রিল-জুন

জুলাই-সেপ্টেঃ

৪০ জন

১৮-৩৫ বৎসর

৫০/-1000/-5000/-300/-

অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫           

২। ( প্রশিক্ষণ সেবা ) অপ্রাতিষ্ঠানিক

ক্রঃ নং

সেবা গ্রহিতা

শিক্ষাগত যোগ্যতা  ও বয়স

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

সেবার স্থল

কোর্স ফি/ ভর্তি ফি

তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার  পদবী ও টেলিফোন নম্বর

প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা

সর্বনিম্ন  ৫ম শ্রেণী
১৮-৩৫ বৎসর

প্রতি ব্যাচে

৩০-৪০ জন

১। গাভী পালন/দুগ্ধ খামার ¯’াপন

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

                 কোন ভর্তি ফি   লাগে না

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫

২। গরু মোটাতাজাকরণ

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৩। ছাগল/ভেড়া পালন

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৪। পারিবারিক হাঁস-মুরগী পালন

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৫। মৎস্য চাষ

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৬। কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক

৭-১০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৮। পোশাক তৈরী/ব্লকবাটিক প্রিন্ট্রিং

২৫ দিন

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৯। কম্বল তৈরী

২৫ দিন

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

১০।  চাহিদা ভিত্তিক যে কোন প্রশিক্ষণ

৭-২৫

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

৩। যুব ঋণ সংক্রান্ত সেবা

ক্রঃ নং

সেবার নাম

ঋণের জন্য প্রশিক্ষণ ধরন

ঋণের পরিমাণ (জনপ্রতি)

সার্ভিস চার্জ

কিস্তিপরিশোধের ধরন ও  সার্ভিস চার্জ

গ্রেস পিরিয়ড

পরিশোধের মেয়াদ

জামানত

ঋণের দফা

ঋণ গ্রহণের খরচ

ঋণ গ্রহণের সময় সীমা

তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার  পদবী ও টেলিফোন নম্বর

M

প্রকল্প গ্রহণে ঋণ প্রদান

১। পরিমাণ ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত

১০,০০০/- হতে ২০,০০০/- পর্যন্ত       

১০%

সাপ্তাহিক

১৪-২১ দিন

১ বছর

নেয়া হয় না

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে  ৩ দফা

প্রতি ৫ জনের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প

১ম দফায় ১ মাস ২য়-৩য় দফায় ২০ দিন                                                                                      

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫

 

প্রকল্প গ্রহণে ঋণ প্রদান

২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত

৩০০০০/- হতে ৫০০০০/- টাকা

১০%

মাসিক

৩ মাস

১-২ বছর

জমির মূল দলিল/ মূল পর্চা ও হালনাগাদ খাজনা দাখিলা

১ম দফা পরিশোধের পর ২য় ও ৩য় দফা পর্যন্ত

১। আবেদন ফরম ১০/-  ২। চুক্তিপত্র ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প                    ৩। ঋণী ও জামিনদারের ছবি

আবেদন যাচাই বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক  অনুমোদন সহ  ঋণ গ্রহীতার সময়সীমা ১ মাস

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫

 

 

৩। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত

৪০,০০০/- হতে ১,০০,০০০/-

১০%

মাসিক

৩ মাস

২ বছর

জমির মূল দলিল/ মূল পর্চা ও হালনাগাদ খাজনা দাখিলা

১ম দফা পরিশোধের পর ২য় ও ৩য় দফা পর্যন্ত

১। আবেদন ফরম ১০/-  ২। চুক্তিপত্র ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প                    ৩। ঋণী ও জামিনদারের ছবি

জেলা কমিটি কর্তৃক ঋণ অনুমোদন সহ ঋণ প্রাপ্তীর সময়সীমা-১ মাস

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২

4। যুব সংগঠন তালিকাভূক্তি সংক্রান্ত

ক্রঃ নং

সেবার নাম

 

তালিকাভূক্তির জন্যসংগঠনের ধরন

 

আবেদন ফরমসহ প্রাপ্তির স্বাক্ষর

 

আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

তালিকাভূক্তির জন্য খরচ

 

জেলা কার্যালয় কর্তৃক তালিকাভূক্তির সম্পাদন

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী টেলিফোন

 

তালিকা ভূক্তি

 

যুব সংগঠন

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা জেলা কার্যালয়ে এছাড়া

 

Web Site : www.dyd. gov.bd.

১। গঠনতন্ত্র অনুমোদনকারী এবং কার্যবিবরণী সত্যায়িত অনুলিপি কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরনী সত্যায়িত অনুলিপি কপি।

২। সাধারণ পরিষদ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নামের তালিকা- কপি।

৩। বাড়ীভাড়া/নিজস্ব জমির দলিলের হাল নাগাদ খাজনার রশিদের সত্যায়িত কপি।

৪। ব্যাংক বিবরনী-হালনাগাদ- কপি।

৫। গঠনতন্ত্রের ফটোকপি- কপি।

৬। সংগঠনের বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা

তালিকাভূক্তির জন্য কোন খরচ করতে হয় নাই।

 

 

জেলা কার্যালয়ে আবেদন প্রাপ্ত ১৫ কার্য দিবসের মধ্যে তালিকাভূক্তি করা হয়।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫

 

 

 

পুরস্কার সংক্রান্ত সেবা

ক্রঃ নং

সেবার নাম

যুব পুরস্কারের নাম

 

বিবরণ

 

যে কাজেন জন্য পুরস্কার দেয়া হয়

 

বিস্তারিত তথ্য

 

যুব পুরস্কার

 

১। জাতীয় যুব পুরস্কার

প্রতিবছর জাতীয় যুব দিবসে পুরস্কার দেয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ঋণ  গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থান করলে

মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর-এর ছাড়া

Web Site : www.dyd.gov.bd.

২। কমলওয়েলথ যুব পুরস্কার

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক

যুব যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডের জন্য পুরস্কার দেয়া হয়।

৩। সার্ক ইয়ুথ এওয়ার্ড

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক

দক্ষিণ এশিয়া অঞ্চলে যুবদের  এবং উৎপাদনমুখী  কার্যক্রমে স্বীকৃত স্বরূপ পুরস্কার দেয়া হয়।

                                       

 

                                                                  প্রয়োজনে-

মোহাম্মদ ইসমাঈল হোসেন

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গোপালপুর,  টাঙ্গাইল ।

ফোন- ০৯২২৬-৭৫২২৫

মোবাইল-০১৭১৮-৫৯২২১১

Email : uydogopalpur@gmail.com