উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
গোপালপুর, টাঙ্গাইল।
দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ (সিটিজেন চার্টার) প্রণয়
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা (প্রাতিষ্ঠানিক)
ক্রঃনং |
সেবা গ্রহিতা |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
কোর্স শুরুর মাস |
আসন সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা ও বয়স |
কোর্স ফি/ ভর্তি ফি |
কোর্সের ধরন ও ভাতার পরিমাণ |
সেবার স্থল |
তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর |
ক |
প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা |
১। গবাদিপশু, হাঁস -মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক |
২ মাস ১৫ দিন |
জুলাই-অক্টোঃ জানুয়ারী ও এপ্রিল |
৬০ জন |
৮ম শ্রেণী |
১০০/ |
আবাসিক মাসিক ১২০০/- টাকা ভাতা প্রদান করা হয়। |
যুব প্রশিক্ষণ কেন্দ্র, টাঙ্গাইল |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫ |
|
প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা |
২। মৎস্য চাষ |
১ মাস |
প্রতি মাস |
২০ জন |
১৮-৩৫ বৎসর |
৫০/ |
অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না। |
উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫ |
|
প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা |
৩। পোষাক তৈরী |
3 মাস |
জানু-মার্চ এপ্রিল-জুন জুলাই-সেপ্টেঃ |
৪০ জন |
৮ম শ্রেণী |
৫০/ |
অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না। |
উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫ |
|
প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা |
৪। ব্লক বাটিক ও মর্ডান অফিস ম্যানেজমেন্ট এ- এপ্লিকেশন, কম্পিউটার, ইলেকট্রনিক্্র, রিফ্রিজারেশন এ- এয়ারকন্ডিশন, ইলেকট্রিক্যাল এ- হাউজওয়ারিং |
৪ মাস ৬ মাস |
জানু-মার্চ এপ্রিল-জুন জুলাই-সেপ্টেঃ |
৪০ জন |
১৮-৩৫ বৎসর |
৫০/-1000/-5000/-300/- |
অনাবাসিক কোন ভাতা প্রদান করা হয় না। |
উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, টাঙ্গাইল। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/উপ-পরিচালক-০৯২১৬২৫৯২,০৯২২৬৭৫২২৫ |
২। ( প্রশিক্ষণ সেবা ) অপ্রাতিষ্ঠানিক
ক্রঃ নং |
সেবা গ্রহিতা |
শিক্ষাগত যোগ্যতা ও বয়স |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
সেবার স্থল |
কোর্স ফি/ ভর্তি ফি |
তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর |
খ |
প্রতিবন্ধি, দুঃস্থ, নেশাগ্রস্থ, দরিদ্র বেকার যুব ও যুব মহিলা |
সর্বনিম্ন ৫ম শ্রেণী প্রতি ব্যাচে ৩০-৪০ জন |
১। গাভী পালন/দুগ্ধ খামার ¯’াপন |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
কোন ভর্তি ফি লাগে না |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫ |
২। গরু মোটাতাজাকরণ |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৩। ছাগল/ভেড়া পালন |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৪। পারিবারিক হাঁস-মুরগী পালন |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৫। মৎস্য চাষ |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৬। কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক |
৭-১০ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৮। পোশাক তৈরী/ব্লকবাটিক প্রিন্ট্রিং |
২৫ দিন |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
৯। কম্বল তৈরী |
২৫ দিন |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
|||||
১০। চাহিদা ভিত্তিক যে কোন প্রশিক্ষণ |
৭-২৫ |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
৩। যুব ঋণ সংক্রান্ত সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
ঋণের জন্য প্রশিক্ষণ ধরন |
ঋণের পরিমাণ (জনপ্রতি) |
সার্ভিস চার্জ |
কিস্তিপরিশোধের ধরন ও সার্ভিস চার্জ |
গ্রেস পিরিয়ড |
পরিশোধের মেয়াদ |
জামানত |
ঋণের দফা |
ঋণ গ্রহণের খরচ |
ঋণ গ্রহণের সময় সীমা |
তথ্য সরবরাহের নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নম্বর |
M |
প্রকল্প গ্রহণে ঋণ প্রদান |
১। পরিমাণ ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত |
১০,০০০/- হতে ২০,০০০/- পর্যন্ত |
১০% |
সাপ্তাহিক |
১৪-২১ দিন |
১ বছর |
নেয়া হয় না |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে ৩ দফা |
প্রতি ৫ জনের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প |
১ম দফায় ১ মাস ২য়-৩য় দফায় ২০ দিন |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫ |
|
প্রকল্প গ্রহণে ঋণ প্রদান |
২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত |
৩০০০০/- হতে ৫০০০০/- টাকা |
১০% |
মাসিক |
৩ মাস |
১-২ বছর |
জমির মূল দলিল/ মূল পর্চা ও হালনাগাদ খাজনা দাখিলা |
১ম দফা পরিশোধের পর ২য় ও ৩য় দফা পর্যন্ত |
১। আবেদন ফরম ১০/- ২। চুক্তিপত্র ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ৩। ঋণী ও জামিনদারের ছবি |
আবেদন যাচাই বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদন সহ ঋণ গ্রহীতার সময়সীমা ১ মাস |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫ |
|
|
৩। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত |
৪০,০০০/- হতে ১,০০,০০০/- |
১০% |
মাসিক |
৩ মাস |
২ বছর |
জমির মূল দলিল/ মূল পর্চা ও হালনাগাদ খাজনা দাখিলা |
১ম দফা পরিশোধের পর ২য় ও ৩য় দফা পর্যন্ত |
১। আবেদন ফরম ১০/- ২। চুক্তিপত্র ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ৩। ঋণী ও জামিনদারের ছবি |
জেলা কমিটি কর্তৃক ঋণ অনুমোদন সহ ঋণ প্রাপ্তীর সময়সীমা-১ মাস |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২ |
4। যুব সংগঠন তালিকাভূক্তি সংক্রান্ত
ক্রঃ নং |
সেবার নাম
|
তালিকাভূক্তির জন্যসংগঠনের ধরন
|
আবেদন ফরমসহ প্রাপ্তির স্বাক্ষর
|
আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি
|
তালিকাভূক্তির জন্য খরচ
|
জেলা কার্যালয় কর্তৃক তালিকাভূক্তির সম্পাদন |
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন |
ঘ
|
তালিকা ভূক্তি
|
যুব সংগঠন
|
যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা ও জেলা কার্যালয়ে এছাড়া
Web Site : www.dyd. gov.bd. |
১। গঠনতন্ত্র অনুমোদনকারী এবং কার্যবিবরণী সত্যায়িত অনুলিপি ও কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরনী সত্যায়িত অনুলিপি ৩ কপি। ২। সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নামের তালিকা-৩ কপি। ৩। বাড়ীভাড়া/নিজস্ব জমির দলিলের হাল নাগাদ খাজনার রশিদের সত্যায়িত কপি। ৪। ব্যাংক বিবরনী-হালনাগাদ-৩ কপি। ৫। গঠনতন্ত্রের ফটোকপি-৩ কপি। ৬। সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা |
তালিকাভূক্তির জন্য কোন খরচ করতে হয় নাই।
|
জেলা কার্যালয়ে আবেদন প্রাপ্ত ১৫ কার্য দিবসের মধ্যে তালিকাভূক্তি করা হয়।
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। ফোন- ০৯২২৬-৭৫২২৫
|
। পুরস্কার সংক্রান্ত সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
যুব পুরস্কারের নাম
|
বিবরণ
|
যে কাজেন জন্য পুরস্কার দেয়া হয়
|
বিস্তারিত তথ্য |
ঙ
|
যুব পুরস্কার
|
১। জাতীয় যুব পুরস্কার |
প্রতিবছর জাতীয় যুব দিবসে এ পুরস্কার দেয়া হয়। |
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থান করলে |
মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর-এর ছাড়া Web Site : www.dyd.gov.bd. |
২। কমলওয়েলথ যুব পুরস্কার |
সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক |
যুব ও যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডের জন্য এ পুরস্কার দেয়া হয়। |
|||
৩। সার্ক ইয়ুথ এওয়ার্ড |
সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক |
দক্ষিণ এশিয়া অঞ্চলে যুবদের এবং উৎপাদনমুখী কার্যক্রমে স্বীকৃত স্বরূপ এ পুরস্কার দেয়া হয়। |
প্রয়োজনে-
মোহাম্মদ ইসমাঈল হোসেন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
গোপালপুর, টাঙ্গাইল ।
ফোন- ০৯২২৬-৭৫২২৫
মোবাইল-০১৭১৮-৫৯২২১১
Email : uydogopalpur@gmail.com